রবি যোগ ও রেবতী নক্ষত্রের শুভ সন্ধিক্ষণে হবে বাগদেবীর আরাধনা: সরস্বতী পূজা ২০২৪

আগামী ১৪ ফেব্রুয়ারি পালন হবে সরস্বতী পুজো। বাগদেবী সরস্বতীকে আমাদের রাজ্যে ভক্তি ও উন্মাদনা সহকারে পুজো করা হয়ে থাকে। এই বছর বিশেষ শুভ যোগে পালিত হবে সরস্বতী পুজো।

প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পালিত হয়। স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয়। বিদ্যার দেবীর পুজো করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্র ছাত্রীদের কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। ছোট ছেলেমেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয়। একে হাতেখড়ি বলা হয়ে থাকে। এই বছর সরস্বতী পুজোয় বিশেষ শুভ যোগ পড়েছে। এই ২০২৪ সালে রবি যোগ ও রেবতী নক্ষত্রয় পালিত হবে সরস্বতী পুজো। এই দুটি যোগই যে কোনও শুভ কাজ করার জন্য বিশেষ ভাবে উপযুক্ত।

২০২৪ সালের  ১৪ ফেব্রুয়ারি (বাংলায় ১ মাঘ ফাল্গুন), বুধবার সরস্বতী পুজো পড়েছে।  

সরস্বতী পুজো ২০২৪-এর পঞ্চমী তিথি (Saraswati Puja 2023 Panchami Tithi) 

১৩ ফেব্রুয়ারি রাত ঘ ৮।১৩ মিনিট থেকে রাত্রি ঘ ৬।৫ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।

সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র (Saraswati Puja 2023 Pushpanjali Mantra)

ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। 

নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ- বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।।- এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে।

বাংলায়, বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা উদযাপিত হয়, তার পরের দিন একটি উৎসব হয়, যা শীতল ষষ্ঠী নামে পরিচিত। এই উৎসবটি বিশেষ করে বাঙালি মায়েরা সন্তানদের জন্য মা ষষ্ঠীর আশীর্বাদ পেতে উদযাপন করেন। এই দিনে বাড়িতে গরম খাবার খাওয়া হয় না বা রান্নাঘরে আগুন জ্বালানো হয় না। এই দিনের জন্য শুধুমাত্র নির্দিষ্ট ধরণের ঠান্ডা খাবার আগের রাতে তৈরি করে রাখা হয়।

শীতলা ষষ্ঠীতে ঘরে উনুন জ্বলে না
অনেক জায়গায় শীতলা ষষ্ঠীতে নয় ধরনের গোটা ডাল ও সবজি এবং ঠান্ডা ভাতের মিশ্রণ নিবেদন করা হয়। তারপরে এই খাবারটি পুরো পরিবার ভোজন করে। বেশিরভাগ বাঙালি পরিবারে এই দিনে চুলা জ্বালানো হয় না। এদিন সকালে স্নান সেরে আচার-অনুষ্ঠান অনুযায়ী চুলা ও চুলায় পুজো করার রীতি রয়েছে। মায়েদের মতে, এটি শীতলা ষষ্ঠী, তাই এই দিনে গরম খাবার না খেয়ে আগের দিন ঠান্ডা রান্না করা খাবার খাওয়া উচিত।

যদিও এর পেছনে একটি বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন সিদ্ধ খাবার খুবই পুষ্টিকর। এই ঋতুতে গুটি বসন্ত, ইনফেকশন ও ইনফ্লুয়েঞ্জার মতো অনেক মারণ রোগ ছড়ায়, যার কারণে শরীরকে ঠান্ডা রাখতে এই খাবার সিদ্ধ করে খাওয়া হয়। এই খাবারটিকে ডাক্তাররা স্বস্তিদায়ক এবং পুষ্টিকর খাবার হিসাবে বর্ণনা করেছেন। এছাড়াও, শীতলা ষষ্ঠীর এই দিনে ৬ ধরনের মৌসুমি সবজি একসঙ্গে সিদ্ধ করে খাওয়া হয়, বাংলা ভাষায় এই খাবারটিকে গোটা বীজ বলা হয়। এগুলিও বৈজ্ঞানিক মতে স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারি।

এর সঙ্গে এই বছর সরস্বতী পুজোয় থাকবে শিববাস। সকাল থেকে বেলা ১২টা ৯ মিনিট পর্যন্ত চলবে কৈলাশে শিববাস। তারপর শিববাস হবে নন্দীতে। এর ফল সরস্বতী পুজোর দিন মহাদেবের রুদ্রাভিষেক করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হবে।

Comments.

Leave a Comment.

Share this pen